বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জেইসে’র সাত-সাতটি দুর্দান্ত লেন্সের সমন্বয়ে দেশের বাজারে ভিভো এক্স ৬০ প্রো আনতে যাচ্ছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। বেশ অনেক বছর আগে জেইসের মাত্র একটি লেন্স নিয়ে বাজারে স্মার্টফোন এনেছিলো অন্য একটি স্মার্টফোন ব্যান্ড। তার বহু বছর পর এবার ভিভো আনছে সাতটি লেন্সের সমন্বয়ে ভিভো এক্স ৬০ প্রো।
নতুন এই ক্যামেরা প্রযুক্তির কারণে এরই মধ্যে ভারত ও পাকিস্তানে বেশ সাড়া ফেলেছে স্মার্টফোনটি। বিশেষ করে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও ফটোগ্রাফাররা লুফে নিচ্ছে ভিভো এক্স ৬০প্রো।