নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তারা ক্যাম্পাসের বকুলতলা প্রাঙ্গণ থেকে মিছিল করে ক্যাম্পাসের ২য় গেট দিয়ে বের হয়ে শিববাড়ী-শিমুলতলী সড়ক হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকে শেষ হয়।
শিক্ষার্থীরা জানান, দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেলেও ডুয়েটে এখন স্থায়ী ভিসি নিয়োগ দেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেছেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘বুয়েট-কুয়েট ভিসি পেল, ডুয়েট কেন বাদ গেলো’, ‘দাবি মোদের একটাই, ডুয়েটে ভিসি চাই’ ইত্যাদি স্লোগান দেন।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আমানউল্লাহ জানান, অন্য বিশ্ববিদ্যালয়ের মতো দ্রুত ডুয়েটে ভিসি নিয়োগ দিতে হবে। ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। কোনও স্বৈরাচারের দোসরকে ভিসি হিসেবে মেনে নেবেন না ডুয়েট শিক্ষার্থীরা। ডুয়েটের বাইরে থেকে ভিসি নিয়োগ করা হলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
ডুয়েট তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরমান চৌধুরী এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফরহাদ রেজা, আল নাহিয়ান বলেন, ভিসি নিয়োগে দীর্ঘ সময় নিলে হলে কর্মসূচি আসবে। ডুয়েট শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবি জানান তারা।
উল্লেখ্য, একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয়াদির যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আরেফিন কাওসার ১ সেপ্টেম্বর থেকে উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।