জুমবাংলা ডেস্ক : চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কিশোরগঞ্জের ভুট্টার বাম্পার ফলন হয়েছে। কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদীর পাড়ের শত-শত পরিবার ভুট্টা চাষ করে জীবিকা নির্বাহ করছে। আশানুরূপ দাম পাওয়ায় খুশি চাষিরা।
কিশোরগঞ্জ জেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে এ অঞ্চলে ৩ হাজার ৫০০ টনেরও বেশি ভুট্টা উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য ৫ কোটি টাকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কিশোরগঞ্জের উৎসবের আমেজে কাঁচা সোনা খ্যাত ভুট্টা প্রক্রিয়াজাত করে ঘরে তোলার ধুম পড়েছে। পোল্ট্রি এবং ফিড মিল শিল্পের প্রতিনিধি ও পাইকাররা সরাসরি চাষিদের কাছ থেকেই ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকা মণ দরে কিনে নিচ্ছেন এসব ভুট্টা।
ভুট্টা চাষি রইছ উদ্দিন মুনশি বলেন, এইবার আমাদের এলাকায় ভুট্টার ফলন ভালো হয়েছে। দামও ভালো পাচ্ছি। যার ফলে আর্থিক ভাবে লাভবান হচ্ছি। আমার মতো এ অঞ্চলের শত-শত পরিবার তাদের নিত্যসঙ্গী অভাব-দারিদ্র ঘুচিয়ে সচ্ছলতা ফিরে পেয়েছেন, স্বাবলম্বী হয়েছেন। আর এজন্যই আমরা ভুট্টা ফসলকে কাঁচা সোনা হিসেবে আখ্যায়িত করেছেন।
কৃষি কর্মকর্তা মো. বজলুল হক বলেন, উপজেলার চরফরাদী ও এগারসিন্দুর ইউনিয়নের নয়টি গ্রামে ৫ শতাধিক হেক্টর চরাঞ্চলে ভুট্টা চাষ হয়েছে। কাঠাপ্রতি উৎপাদনও হয়েছে ৯ থেকে ১০ মণ পর্যন্ত ভুট্টা। পোল্ট্রি এবং ফিড মিল শিল্পের প্রতিনিধি ও পাইকাররা সরাসরি চাষিদের কছে থেকে ভুট্টা কিনছে বলে দাম ভালো পাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।