স্পোর্টস ডেস্ক : একুশের শক্তি এ দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল একটি সার্বভৌম রাষ্ট্রের। প্রতি বছরের মতো যথাযোগ্য মর্যাদায় বিশ্বব্যাপী পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও এর বাইরে নন। ভাষা, ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন। যা বানান ভুলের কারণে নেট দুনিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে।
গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে নিজের ফেসবুক পেজে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন সৌম্য। যেখানে বেশ কয়েকটি বানান ভুল লক্ষ্য করা গেছে। যা বেশ দৃষ্টিকটু।
সৌম্য তার পোস্টে লিখেছেন, মৃত্যুঞ্জয়ী সকল ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই। একুশের চেতনায় উজ্জবিত হোক সকল বাঙ্গালির প্রান।‘ যেখানে- উজ্জবিত, বাঙ্গালির ও প্রান শব্দটির বানানে ভুল রয়েছে। যার সঠিক রূপ হবে উজ্জীবিত, বাঙালি ও প্রাণ। এছাড়া সকল ভাষা শহীদদের জায়গায় সব ভাষা শহীদের বা লিখতে হতো ভাষা শহীদদের।
সৌম্যর পোস্টটিতে বেশ কয়েকজন তার বানান ভুল ধরিয়ে দিলেও এখন পর্যন্ত সেটি সংশোধনের কোনো উদ্যোগ নেননি এ ক্রিকেটার।
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শহীদদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
সাকিব আল হাসান অবশ্য ইংরেজি ও বাংলা ভাষায় শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘Paying respect to all the greatest children who bravely sacrificed their lives for our mother language.
মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া সব সেরা সন্তানদের প্রতি থাকল বিনম্র শ্রদ্ধা।’
চাঙ্কি পাণ্ডের কারণেই দীপিকাকে বাড়িতে নিতে চান না মেয়ে অনন্যা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।