জুমবাংলা ডেস্ক : কারখানা খোলার খবরে বাড়িতে থাকা পোশাক শ্রমিকরা ভুল করে কাজে ফিরেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
এর আগে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-বিকেএমইএ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ঢাকা ও আশপাশের গার্মেন্টস অধ্যুষিত এলাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই কারখানা চলবে। বাইরে থেকে শ্রমিক আসবে না বলে বিজিএমইএ-বিকেএমইএ প্রতিনিধিরা জানিয়েছেন।
বিপুলসংখ্যক পোশাক শ্রমিকের ফিরে আসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, শ্রমিকদের মধ্যে যারা আসছেন তারা ভুল করে আসছেন, এই ধরনের ভুল করে আসা উচিত নয়। আগেও একবার এভাবে তারা ভুল করে চলে আসেন।
এ সময় কারখানাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ৯৭ ভাগ কারাখানায় মার্চের বেতন দেওয়া হয়েছে। বাকিদেরও নির্ধারিত সময়ে বেতন দেওয়ার বিষয়ে কথা হয়েছে।
তিনি জানান, বৈঠকে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এতে বিজিএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি রুবানা হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।