Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ভূতের সিনেমা দেখে দর্শকের মৃত্যু!
অন্যরকম খবর

ভূতের সিনেমা দেখে দর্শকের মৃত্যু!

rskaligonjnewsFebruary 22, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: সত্তরের দশকের কথা। সেই সময় এমন একটি ভূতের সিনেমা বানানো হয়েছিল যা দেখার পরেই দর্শকের মৃত্যু হয়েছিল। এমনকি, বহু দুর্ঘটনারও যোগ রয়েছে এই ছবির সঙ্গে। ছবির নাম ‘আনট্রাম’। ১৯৭০ সালে এই ছবি বানানোর কাজ সম্পূর্ণ শেষ হয়ে যায়। প্রযোজক এবং পরিচালক তখন শুধুমাত্র ছবি মুক্তির অপেক্ষায়।

ছবি

ছবি তৈরির প্রায় এক দশক পরে বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘আনট্রাম’ ছবিটি পাঠানোর জন্য আবেদন জানানো হয়। কিন্তু একটিও চলচ্চিত্র উৎসব ছবি দেখানোর আবেদন গ্রহণ করেনি। ১৯৮০ সাল পর্যন্ত সকলে ‘আনট্রাম’কে অন্যান্য ভূতের ছবির মতোই ভেবে এসেছিলেন। কিন্তু আবেদন খারিজ করার পর তাদের সবার মত পরিবর্তন হয়।

যে চলচ্চিত্র উৎসবগুলোতে ‘আনট্রাম’ ছবিটি দেখানোর জন্য আবেদন জানানো হয়েছিল, সেই উৎসবগুলোর সঙ্গে জড়িত একের পর এক উদ্যোক্তা মারা যেতে থাকেন। কিন্তু ঠিক কী কারণে তারা প্রাণ হারিয়েছিলেন, তা জানা যায়নি।

অনেকের দাবি, ‘আনট্রাম’ ছবিটি দেখানো হয়নি বলেই তাদের মৃত্যু হয়েছিল। ঐ ছবির মধ্যে এমন কিছু রয়েছে, যার অভিশাপ এসে পড়েছিল উদ্যোক্তাদের উপর। এই ঘটনার পর থেকে ছবিটি নিয়ে আলোচনা বাড়তে থাকে।

অনেক বছর দেশ-বিদেশের কোনও প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়নি ‘আনট্রাম’। কিন্তু ১৯৮৮ সালে বুদাপেস্টের এক প্রেক্ষাগৃহে হঠাৎ করে চালু হয়ে যায় ছবিটি। ছবিটি শুরু হওয়ার কিছু ক্ষণের মধ্যেই প্রেক্ষাগৃহের ভেতর দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনে পুড়ে মারা যান ৫৬ জন।

অনেকের দাবি, প্রজেক্টরে যান্ত্রিক ত্রুটি থাকার ফলে প্রেক্ষাগৃহের ভেতর আগুন ধরে যায়। আবার কেউ কেউ দাবি করেছিলেন যে, প্রজেক্টর সঠিক ভাবেই কাজ করছিল। প্রেক্ষাগৃহের ভেতর বসে থাকা এক দর্শকই নাকি আগুন জ্বালিয়ে দিয়েছিলেন।

কিন্তু সবার মনে একটি ভয় উঁকি মারছিল। তা হলো ‘আনট্রাম’। ছবিটি দেখার ফলেই নাকি এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছিলেন অনেকে। তারপর অনেক বছর ‘আনট্রাম’ দেখানো হয়নি প্রেক্ষাগৃহে। মানুষের মনের ভয় খুব সহজে কাটেনি। দুর্ঘটনার পাঁচ বছর পর ক্যালিফোর্নিয়ার একটি প্রেক্ষাগৃহে দেখানো হয় ছবিটি। কিন্তু ঐ প্রেক্ষাগৃহের দর্শকও দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাননি।

১৯৯৩ সালে ক্যালিফোর্নিয়ার প্রেক্ষাগৃহে ‘আনট্রাম’ ছবিটি চালু হওয়ার কিছু ক্ষণ পরেই দর্শকের মধ্যে তুমুল ঝামেলা এবং হাতাহাতি শুরু হয়। এই ঝামেলায় পদপিষ্ট হয়ে মারা যান ৩০ জন।

আবার শুরু হয় ‘আনট্রাম’ ছবি ঘিরে বিতর্ক। এই ছবি কেউ দেখলেই তার মৃত্যু হবে বলে ধারণা তৈরি হয়ে যায়। পরে যদিও জানা গিয়েছিল যে, প্রেক্ষাগৃহের কর্মী পপকর্নের সঙ্গে মাদক মিশিয়ে দিয়েছিলেন। সেই পপকর্ন খেয়েই সেখানে উপস্থিত দর্শকরা অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন।

তবে মাদক মেশানোর ঘটনাটি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শক। তাদের দাবি, আসল ঘটনাটি চাপা দেওয়ার জন্যই এমন খবর রটানো হয়েছে। আসলে, ‘আনট্রাম’ ছবিটির সঙ্গেই এর যোগ রয়েছে।

রহস্যজনক ভাবে ক্যালিফোর্নিয়ার প্রেক্ষাগৃহ থেকে ‘আনট্রাম’ ছবির কোনো রিল খুঁজে পাওয়া যায়নি। তারপর ছবিটি আর কোনদিন কোনো প্রেক্ষাগৃহ বা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়নি। অনেকেই ভাবতেন যে, এই ছবিটি ‘অভিশপ্ত’।

২০১৮ সালে আবার মুক্তি পায় ‘আনট্রাম’। তথ্যচিত্র নির্মাণকারী একটি দলের হাতে ঐ ছবির ৩৫ মিলিমিটার দৈর্ঘ্যের রিল আসে। তা পর্যবেক্ষণ করে দলের সদস্যরা জানিয়েছিলেন যে, ১৯৭০ সালে যে ছবিটি তৈরি করা হয়েছিল তাতে বিভিন্ন অদ্ভুত চিহ্ন এবং বিভিন্ন কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়েছে।

যে চিহ্ন চোখের সামনে দেখলে বা যে বিশেষ কম্পনের আওয়াজ শুনলে ‘অলৌকিক’ জগতের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হয়ে যায়, সেগুলোই ব্যবহার করা হয়েছিল আগের ‘আনট্রাম’ ছবিতে। তাই ছবিটি দেখার ফলেই নাকি দর্শকের সামনে ‘নরকের দ্বার’ খুলে যেত। নানা অশুভ ঘটনাও ঘটত তাদের সঙ্গে।

আগেকার ‘আনট্রাম’ ছবির সঙ্গে সাদৃশ্য বজায় রেখে আবার নতুন করে ২০১৮ সালের ১৪ অক্টোবর ছবিটি মুক্তি পায়। ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন ডেভিড আমিতো এবং মাইকেল লাইকিনি। ব্রুকলিন চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রথম দেখানো হয়।

তবে, নতুন ভাবে মুক্তিপ্রাপ্ত ‘আনট্রাম’ ছবিটি দেখার পর কোরো দুর্ঘটনার সম্মুখীন হননি দর্শক। শুধুমাত্র ব্রুকলিন চলচ্চিত্র উৎসবেই নয়, এই ছবিটি বহু দর্শক নেটমাধ্যমেও দেখেছিলেন। কিন্তু তারা সবাই বহাল তবিয়তেই ছিলেন।

অনেকে মনে করেন, পুরনো ছবিটির সঙ্গেই অভিশাপ জড়িয়েছিল। নতুন ছবির সঙ্গে তার কোনো রকম যোগ নেই। যদিও একাংশের দাবি, ‘আনট্রাম’ ছবিটি নিয়ে মানুষের মনে শুরু থেকেই ভুল ধারণা তৈরি হয়ে রয়েছে। এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই নয়।

সূত্র: আনন্দবাজার

এই নারী পুরুষ বন্দিদের উপর চালাত শারীরিক অত্যাচার

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অন্যরকম খবর দর্শকের দেখে ভূতের মৃত্যু সিনেমা
Related Posts
Cycle

ছবিটি জুম করে সাইকেলের টায়ার আছে নাকি নেই খুঁজুন

December 15, 2025
অপটিক্যাল ইল্যুশনের ছবি

আপনি কতটা বুদ্ধিমান বলে দেবে এই ছবিটি

December 13, 2025
বাজপাখি

ছবিটি জুম করে লুকিয়ে থাকা বাজপাখি খুঁজে বের করার চ্যালেঞ্জ নিন

December 11, 2025
Latest News
Cycle

ছবিটি জুম করে সাইকেলের টায়ার আছে নাকি নেই খুঁজুন

অপটিক্যাল ইল্যুশনের ছবি

আপনি কতটা বুদ্ধিমান বলে দেবে এই ছবিটি

বাজপাখি

ছবিটি জুম করে লুকিয়ে থাকা বাজপাখি খুঁজে বের করার চ্যালেঞ্জ নিন

অপটিক্যাল ইলিউশন

ছবিটি জুম করে সাইকেলের টায়ার আছে নাকি নেই খুঁজুন

ছবিটি

ছবিটিতে প্রথমে কী দেখলেন তা বলে দিবে অতীত ও বর্তমান

কুকুর

জুম করে ছবিতে লুকানো কুকুরটি খুঁজুন, ৯৯% মানুষ ব্যর্থ হন

অপটিক্যাল ইলুউশন

ছবিটি জুম করে দেখে বলুন লুকিয়ে কে ঘরের বাহিরে গিয়েছিল

Bird

ছবিটি জুম করে লুকিয়ে থাকা বাজপাখি খুঁজে বের করার চ্যালেঞ্জ! আপনি পারবেন?

ভূল

বলুন তো এই ছবিতে কোথায় ভূলটি রয়েছে? ৯৯% মানুষ ভুল উত্তর দেন

অপটিক্যাল ইলিউশন

ছবিটি জুম করে পাথরের ভিড়ে লুকিয়ে থাকা পাখিটি খুঁজে বের করুন

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.