আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন যুদ্ধাবস্থা বিরাজ করছে, তখন বেশ ভারি ভূমিকম্পে কাঁপলো ইরান। আজ বুধবার সকালে দেশটির একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৯।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বোরাজ্জান এলাকায় এটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইরানে আঘাত হানা এ ভূমিকম্পের খবর নিশ্চিত করে বলেছে, বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে ১০ কিলোমিটার অদূরে অবস্থিত বোরাজ্জান এলাকায় আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা প্রায় ৬ মাইল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সংস্থাটি জানিয়েছে, প্রকৃকিতভাবেই ইরানের এলাকাটিতে ভূমিকম্পের ঘটনা ঘটেছে।
ইরানের বোরাজ্জান এলাকায় ভূমিকম্পের ঘটনা ঘটনার কয়েক ঘণ্টা আগে-এ ঘণ্টার ব্যবধানে দুবার হামলা চালানো হয় ইরাকে মার্কিন ঘাঁটিতে। দেশটির স্থানীয় সময় ভোর ৫টার দিকে ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ এবং কুর্দিস্তানের ইরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।