স্পোর্টস ডেস্ক: আসন্ন ভারত সফরকে সামনে রেখে শুক্রবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। খবর ইউএনবি’র।
প্রস্তুতি ক্যাম্পের প্রথমদিনই টাইগাররা পেয়েছেন তাদের স্পিন কোচ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ডেনিয়েল ভেট্টরিকে। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট ও ট্রেইনার মারিও ভিলাভারন।
ডেনিয়েল ভেট্টরিকে কোচ হিসেবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা বামহাতি স্পিনার আরাফাত সানি।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘একজন বামহাতি স্পিনার হিসেবে আমি সবসময় তাকে অনুসরণ করার চেষ্টা করি। তার সময়ে তিনি একজন সফল স্পিনার ছিলেন। তাকে কোচ হিসেবে পেয়ে আমরা খুবই খুশি। এটা প্রথমদিন, আমি মনে করে তার অন্তর্ভুক্তি আমাদের প্রচুর পরিমাণে সহায়তা করবে।’
‘ভেট্টরি ভারতে অনেক ম্যাচ খেলেছেন। ভারতে কোচিংয়েরও অভিজ্ঞতা তার রয়েছে। সুতরাং আমাদের যে কারও তুলনায় ভারতের উইকেট সম্পর্কে তিনি ভালো জানেন। ভারতে কীভাবে বল করতে হবে তা তিনি জানেন। এ বিষয়ে আমরা তার সহযোগিতা প্রত্যাশা করি,’ যোগ করেন সানি।
অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া টি২০ স্কোয়াডে থাকা জাতীয় দলের সকল খেলোয়াড় অনুশীলনে অংশ নেন। সাকিবের অনুপস্থিতির কারণ জানায়নি টিম ম্যানেজম্যান্ট।
জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার ওপেনার তামিম ইকবাল উপস্থিত থাকলেও ইনজুরির কারণে অনুশীলনে অংশ নেননি।
আগামী মাসে টি২০ ও টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামী ৩ নভেম্বর প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে অরুন জেটলি স্টেডিয়ামে। ৭ এবং ১০ নভেম্বর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে রাজকোট এবং নাগপুরে। ম্যাচ তিনটি বাংলাদেশ সময় সাড়ে ৬টায় শুরু হবে।
টি২০ সিরিজ শেষে দুদল দুটি টেস্ট সিরিজে মুখোমুখি হবে। আগামী ১৪ নভেম্বর প্রথম এবং ২২ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel