বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় ভেন্টিলেটরের বিকল্প হিসেবে নতুন একটি যন্ত্র উদ্ভাবন করেছেন ব্রিটেনের প্রকৌশলীরা। নতুন এ যন্ত্রটির সাহায্যে হাসপাতালের বাইরেও কৃত্রিম উপায়ে অক্সিজেন গ্রহণ করতে পারবেন কোভিড-১৯ আক্রান্ত রোগীরা।
সম্প্রতি এ যন্ত্রটি যৌথভাবে উদ্ভাবন করেছেন ব্রিটেনের মার্সেডিস ফর্মুলা ওয়ান টিম ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের প্রকৌশলীরা। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে তারা এ যন্ত্রটি উদ্ভাবন শুরু করেন।
প্রকৌশলীদের দাবি, নতুন এ যন্ত্রটির সাহায্যে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের যেকোনো জায়গায় থেকে ভেন্টিলেটর ছাড়াই কৃত্রিম উপায়ে অক্সিজেন সরবরাহ করা সম্ভব।
করোনাভাইরাস আক্রান্ত হলে বেশিরভাগ মানুষের শ্বাসকষ্ট দেখা দেয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে তখন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে ভেন্টিলেটরের সাহায্যে কৃত্রিম উপায়ে অক্সিজেন সরবরাহ করতে হয়। নতুন এ যন্ত্র উদ্ভাবনের ফলে এখন থেকে হাসপাতালের বাইরেও রোগীদর কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া যাবে।
গত বছর ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর এটি ধীরে ধীরে প্রায় গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এতে আক্রান্ত হয়ে মারা গেছেন দেড় লাখের বেশি মানুষ। সংক্রমিত হয়েছেন মোট ২২ লাখের বেশি। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।