শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা কাঠ সংগ্রহের সময় নিখোঁজ হওয়া ১৭ বছরের মো. ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত ইসমাইল হোসেন নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে খৈলকুড়া এলাকায় মহারশি নদীর ভেঙে যাওয়া বাঁধের পাড়ে তার মরদেহ ভেসে ওঠে, স্থানীয়রা উদ্ধার করেন।
পূর্বে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তামাগাঁও এলাকায় পাহাড়ি ঢলে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে ইসমাইল নিখোঁজ হয়। স্থানীয়দের বরাত দিয়ে জানানো হয়, কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি পায়। ঢলের পানিতে ভেসে আসা কাঠ ও লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ইসমাইল তীব্র স্রোতের তোড়ে পড়ে নদীতে নিখোঁজ হন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন জানান, পরিবারের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।