বাজারে ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না। কৃত্রিম সংকট তৈরীর পাঁয়তারা চলছে। এজন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা শুরু করেছে। তারা ছয় প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অলরেডি জরিমানা করেছে।
![Consumer rights campaign](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2025/02/f09fd90d03b2dc585ea9b362a8fe1a2b37136c7457a07fed-png.webp?resize=788%2C443&ssl=1)
বাজারের যেন সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকে এবং দাম মানুষের হাতের নাগালে থাকে সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে পুরো দেশব্যাপী বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। অধিদপ্তরের পরিচালক নিজেই এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। ঢাকার কেরানীগঞ্জ ও নয়াবাজারে তাকে মনিটরিং করতে দেখা যায়।
অভিযানে সরকার কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন ও খোলা সয়াবিন তেল বিক্রি, বোতলজাত সয়াবিন তেলের সঙ্গে চিনি, আটা, ময়দা, চা পাতা, পোলাওয়ের চাল ইত্যাদি কিনতে বাধ্য করার অপরাধে জিনজিরা বাজারের নিজাম অ্যান্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা, রহমান জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, জাকির জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, মদিনা জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা এবং নয়াবাজারের মা জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা ও মেসার্স মনোয়ার স্টোরকে ৫ হাজার টাকাসহ ৬ প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
উল্লেখ্য, অভিযানে বাজারে সয়াবিন তেলের অপেক্ষাকৃত কম সরবরাহ লক্ষ্য করে গেছে এবং খুচরা, পাইকারি ও ডিলার কোন পর্যায়ে ভোজ্যতেল ক্রয়-বিক্রির পাকা ক্যাশ মেমো সরবরাহ করা হচ্ছে না। তাই জনস্বার্থে ভোক্তা অধিকারের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।