Views: 139

বিনোদন

ভোটের প্রচারণায় গিয়ে আহত অভিনেত্রী মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে।

আর তৃণমূলের প্রার্থীর জন্য ভোট চাইতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ভারতের সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, হুগলির পুরশুড়ায় তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে প্রচারণায় গিয়ে আহত হন মিমি। শুক্রবার দুপুরে ঘটে এই ঘটনা। অবশ্য বিষয়টি নিছক দুর্ঘটনাই।

হুগলিতে পৌঁছে নিজের গাড়ি থেকে নেমে হুড খোলা গাড়িতে ওঠেন মিমি। এসময় তাকে একনজর দেখতে রাস্তায় ভিড় জমায় উৎসুক জনতা।ভিড় ঠেলেই এগোতে থাকে এই তারকার গাড়ি। এরই মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির ভেতরে থাকা একটি সাউন্ড-বক্স হঠাৎ পড়ে যায় মিমির ডান পায়ের ওপর। গোড়ালিতে আঘাত পান মিমি। সঙ্গেসঙ্গে গাড়ি থামিয়ে বরফ এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে।

চিকিৎসার পর ব্যথাকে সামলে নিয়েই নির্বাচনী প্রচারণা চালিয়ে যান মিমি। প্রচার শেষ করে হেলিকপ্টার যোগে ফিরে যান তিনি।

গতবারের মতো পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনেও টালিউড তারকাদের দৌড় ঝাঁপ উল্লেখযোগ্য। রাজনীতির মাঠে গেল কয়েকবছর ধরে বেশ সক্রিয় থাকা এই অভিনেত্রী এবারও নিজ দলের জন্য ঘাম ঝরাচ্ছেন।

মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের (সিপিএম) হয়ে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মিমি।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschoolআরও পড়ুন

চিত্রনায়িকা কবরীর মৃত্যুতে শোকগ্রস্ত বাংলাদেশ

mdhmajor

কবরীর মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া

mdhmajor

মিনা পাল থেকে যেভাবে ঢাকাই চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ কবরী

mdhmajor

করোনায় চলেই গেলেন চিত্রনায়িকা কবরী

Shamim Reza

চলচ্চিত্র নির্মাতা সাজেদুল আউয়াল আর নেই

Saiful Islam

করোনামুক্ত হলেন আলিয়া ভাট

Shamim Reza