Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২ নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বংশাল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার পথে গ্রেফতার হন বিএনপির এই প্রার্থী।
তাজউদ্দিন আহমেদ তাজু বংশাল থানা বিএনপির সভাপতি। তার বিষয়ে খোঁজ-খবর জানতে বংশাল থানায় যাচ্ছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
বংশাল থানার ওসি শাহীন কবির জানান, তাজউদ্দিন আহমেদ তাজুদ বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার নামে গ্রেফতারি পরোয়ানাও ছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।