জুমবাংলা ডেস্ক : নাটোরের নলডাঙ্গা পৌরসভার ভোটার মানিক ইসলাম (২৬) বাস্তবে জীবিত হলেও ভোটার তালিকায় তিনি ‘মৃত’। এ কারণে কেন্দ্রে গিয়েও কাউন্সিলর প্রার্থী বাবাকে ভোট দেয়া হলো না তার।
শনিবার দুপুর ১২টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি ঢাকায় কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাবাকে ভোট দিতে গিয়েছিলেন।
ভুক্তভোগী মানিক নলডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী বাবলু সরদারের ছেলে।
এছাড়াও ওই পৌরসভা নির্বাচনে বিএনপির দুই এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়া ও গোপালপুর পৌরসভার কেশবপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে ব্যালট বই কেড়ে নিয়ে সিল দেয়ার অভিযোগও উঠেছে।
জানা গেছে, নলডাঙ্গা পৌরসভার ভোটার মানিক তার কাউন্সিলর প্রার্থী বাবাকে ভোট দিতে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যান। স্মার্ট আইডি কার্ড থাকলেও ভোটার তালিকায় নাম না থাকায় প্রিজাইডিং অফিসার তাকে ফিরিয়ে দেন। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে স্মার্ট কার্ডটি দেখালে তারা মেশিনে পরীক্ষার পর জানান মানিক নামের ব্যক্তিকে মেশিনে মৃত দেখাচ্ছে। এমন অবস্থায় তিনি ভোট দিতে ব্যর্থ হন।
এসব বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম জানান, ভোটার আইডি কার্ড থাকলেও তালিকায় নাম না থাকলে তার ভোট দেয়ার কোনো সুযোগ নেই। ভোটার তালিকা প্রকাশের পর তাতে নাম আছে কিনা তা আগেই যাচাই করা উচিত ছিল। কিন্তু উনি সেটা করেননি। ভুলবশত তার নামটি মৃতের তালিকায় যেতে পারে, তা সময়মতো সংশোধন করা যাবে।
এদিকে মেয়র প্রার্থী আব্বাস আলী নান্নু সকালে বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তার দুই এজেন্টকে আওয়ামী লীগ নেতাকর্মীরা বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন।
অপরদিকে, গোপালপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলের প্রধান এজেন্ট আনোয়ারুল ইসলাম বলেন, নৌকার প্রার্থী রোকসানা মোর্তজা লিলির অনুসারীরা সকাল থেকেই সুযোগ বুঝে ব্যালট বই কেড়ে নিয়ে নৌকায় সিল মারছেন। দুপুরের দিকে তিনি বাধা দিলে প্রার্থীর দেবর তুহিন তাকে গলাধাক্কা দিয়ে বের করে দেন।
গোপালপুর পৌরসভার কেশবপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা গোলাম রব্বানী এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।