জুমবাংলা ডেস্ক : ঢাকা-১৮ আসনের উপনির্বাচন প্রত্যাখান করে পুননির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী পরিচালনা কমিটির এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান এই দাবি জানান।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমানউল্লাহ আমান বলেন, ‘আজকে যে নির্বাচন করেছে, এটা কোন নির্বাচন হয়নি। নির্বাচন কমিশন ও সরকার যৌথ প্রযোজনায় আমাদের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে ও কেড়ে নিয়েছে। এজন্য আমরা আজকে ১২ নভেম্বরের এই উপনির্বাচন প্রত্যাখান করলাম। আর অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পুননির্বাচনের দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি এবার নির্বাচনে গিয়েছিল। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এখন পর্যপন্ত যতগুলো উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে- এই সবগুলো একই রকম হয়েছে।’
ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের ভোট কেন্দ্র থেকে বিএনপির শতাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন আমান।
সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool