Advertisement
আবারো ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীরের লাদাখের কার্গিল এলাকা।
ভারতের স্থানীয় সময় রোববার (০৫ জুলাই) ভোর ৩টা ৩৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭।
দেশটির ন্যাশনাল সেন্টার সিসমোলজি (এনসিএস) জানায়, কার্গিল থেকে ৪৩৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই কম্পন আঘাত হানে।
ঘটনায় এখনও কোনও ক্ষয় ক্ষতি বা প্রাণ হানির খবর পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠেছিল লাদাখের কার্গিল। ওইদিন রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
এদিকে, একের পর কম্পনের জেরে আশঙ্কা তৈরি হয়েছে। এই কম্পনগুলি কম মাত্রার হলেও আগামী দিনে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সূত্র : কলকাতা ২৪ ঘন্টা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।