Advertisement
জুমবাংলা ডেস্ক: ভোলা জেলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় আজ চারতলা বিশিষ্ট অত্যাধুনিক দু’টি ডাকবাংলো উদ্বোধন করা হয়েছে।
সাতকোটি টাকা ব্যয়ে ভবন দু’টির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে ভোলা জেলা পরিষদ।
আজ শুক্রবার দুপুরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বাংলোগুলো উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. নুরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
নবনির্মিত ডাকবাংলো দু’টির মধ্যে- লালমোহন ডাকবাংলোর জন্য ব্যয় হয়েছে তিনকোটি ৭৯ লাখ টাকা ও তজুমদ্দিন ডাকবাংলোর জন্য ব্যয় হয়েছে তিনকোটি ২২ লাখ টাকা। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।