আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে বর্তমানে যুক্তরাজ্যের লাল তালিকাভুক্ত বা ভ্রমণ নিষেধাজ্ঞায় রয়েছে ৫৪টি দেশ। এর মধ্যে অধিকাংশ দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা করছে দেশটি।
Advertisement
রবিবার (৩ অক্টোবর) ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
সূত্র জানিয়েছে, লাল তালিকাভুক্ত থাকা ৫৪টি দেশের সংখ্যা কমিয়ে ৯টিতে নিয়ে আসা হবে। আগামী বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হতে পারে বলে জানা গেছে। অর্থাৎ, ভ্রমণকারীরা এসব দেশে গিয়ে আবার যুক্তরাজ্যে ফিরে আসলে তাদের কোয়ারেন্টিন করতে হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।