ভ্রমণ ভিসার নতুন নিয়ম চালু করলো সংযুক্ত আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক: ভ্রমণ ভিসার ক্ষেত্রে নতুন নীতিমালা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, ন্যাশনালিটি, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি আবেদন সাপেক্ষে সব ধরনের ভিসার মেয়াদ দুই মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদন বলছে, ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে দেশটিতে প্রবেশের আগে।
ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ফি দিতে হবে ২০০ আমিরাতি দিরহাম। এছাড়া স্মার্ট পরিষেবার চার্জ ১০০, ইলেকট্রনিক পরিষেবার জন্য ৫০ ও অথরিটির চার্জ হিসেবে পরিশোধ করতে হবে আরো ৫০ আরব আমিরাতি দিরহাম।
অনলাইনে আবেদন করে বা অনুমোদিত কেন্দ্রগুলোতে গিয়ে এ আবেদন করা যাবে। আবেদনকারী ৩০ দিনের মধ্যে সব শর্ত পূরণ না করলে স্বয়ংক্রিয়ভাবে তা বাতিল হয়ে যাবে। এছাড়া বারবার অসম্পূর্ণ আবেদনপত্র জমা দিলে তা স্থায়ীভাবে বাতিল করা হতে পারে।
ভিসার মেয়াদ বড়ানোর জন্য আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ অবশ্যই কমপক্ষে তিন মাস থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।