ভয়ংকর এক সিরিয়াল কিলারের পিছু নিচ্ছেন এই নায়িকা

শাইলিন উডলি। ফাইল ছবি

বিনোদন ডেস্ক : ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ সিনেমায় ক্যানসার আক্রান্ত তরুণীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান শাইলিন উডলি। সেই রোমান্টিক নায়িকা শিগগিরই ভয়ংকর এক সিরিয়াল কিলারের পিছু নিতে যাচ্ছেন।

ভ্যারাইটি ডটকমের এক প্রতিবেদনে জানা যায়, থ্রিলার ধাঁচের ‘মিশানথ্রোপ’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাইলিন। হাল ধরছেন অস্কার মনোনয়ন পাওয়া ‘ওয়াইল্ড টেলস’-এর নির্মাতা ডামিয়ান জিফ্রন। বুধবার এই ঘোষণা দেয় ফিল্মনেশন এন্টারটেইনমেন্ট।

শিগগিরই কান চলচ্চিত্র উৎসবে সম্ভাব্য লগ্নিকারকদের সামনে সিনেমাটি তুলে ধরবে ফিল্মনেশন। আর যুক্তরাষ্ট্রের আটলান্টায় শুটিং শুরু হবে বছরের শেষ দিকে।

‘মিশানথ্রোপ’-এ শাইলিনের ভূমিকা একজন পুলিশের। যার ক্যারিয়ারে ঝুট ঝামেলার অন্ত নেই। মেধাবী হলেও পেশাগতভাবে র‌্যাঙ্ক নিচের দিকে। এফবিআই তাকে ডাকবে এক সিরিয়াল কিলারের পিছু নিতে।

এক বিবৃতিতে শাইলিন জানান, এই ধরনের গল্প বিরল। জিফ্রনের মতো পরিচালকের সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুবই আনন্দিত তিনি। আশা করছেন উপভোগ্য কিছু একটা হতে যাচ্ছে।