বিনোদন ডেস্ক: সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। । বৃহস্পতিবার সকালে বাঁকুড়া থেকে কলকাতা ফেরবার পথে দুর্ঘটনার শিকার হন রাজ্য তৃণমূল সম্পাদক।
অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে বাঁকুড়া ছেড়ে বার হওয়ার পর পশ্চিম বর্ধমানের রাজ বাঁধ এলাকার কাছে সায়ন্তিকার এসইউভি-তে সজোরে ধাক্কা মারে ১২ চাকার লরি। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে সায়ন্তিকার গাড়ি, হাতে গভীর চোট পেয়েছেন সায়ন্তিকা। দুর্ঘটনার পর কলকাতা না এসে বাঁকুড়াতেই ফিরে যান অভিনেত্রী।
গত বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে লড়েছিলেন সায়ন্তিকা, অল্প ব্যাবধানে হেরে গেলেও গত কয়েক মাস ধরে বাঁকুড়ার মানুষের সব অভাব-অভিযোগ পূরণে বরাবর এগিয়ে থেকেছেন সায়ন্তিকা। জনসংযোগের কাছে গত এক সপ্তাহ ধরে বাঁকুড়াতেই ছিলেন তৃণমূল নেত্রী।
আজ কলকাতায় ফেরবার কথা ছিল তাঁর, সূচী মেনেই ভোরবেলা কলকাতা রওনা দিয়েছিলেন সায়ন্তিকা। সকাল ৬টা বেজে ১৫ মিনিটের দিকে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় হঠাত পিছন দিক থেকে তাঁর গাড়িতে থাকা দেয় ১২ চাকার একটি লরি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি, পুরোপুরি দুমড়ে গেছে গাড়ির একাংশ। সায়ন্তিকা ছাড়াও গাড়ির ভিতরে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।
লরি চালককে ইতোমধ্যেই আটক করেছে পুলিশ।
আসন্ন পুরভোটের কথা মাথায় রেখে গত কয়েকদিন ধরেই বাঁকুড়া শহরে জনসংযোগ বাড়িয়ে চলেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাঁকুড়া থেকে কলকাতা ফিরছিলেন তিনি। ভোর সোয়া ৬টা নাগাদ পশ্চিম বর্ধমানের পানাগড়ে রাজবাঁধ উড়ালপুলে উপর সায়ন্তিকার গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে ১২ চাকার একটি লরি। পুলিশ সূত্রে খবর, ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় লরিটি।
দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয় সায়ন্তিকার গাড়ি। ডান হাতে চোট পান তিনি। তবে দুর্ঘটনার পর আর কলকাতা ফিরে যাননি তৃণমূলের রাজ্য সম্পাদক। গাড়ি বদলে তিনি ফিরে আসেন বাঁকুড়া শহরেই। ঘাতক লরি এবং তার চালককে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। কুয়াশার জেরে দুর্ঘটনা কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।