জুমবাংলা ডেস্ক : দেশে কোভিড-১৯ এ আক্রান্ত একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩৪১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৭২ জন।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। যা বুধবার (১৫ এপ্রিল) এর তুলনায় ৪ শতাংশ বেশি। সেখান থেকে ২ হাজার ১৯ টি নমুনা পরীক্ষা করে এসব নতুন রোগী শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৬ শতাংশ বেশি।
যে ১০ জন মারা গেছে তাদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিন নতুন করে কেউ সুস্থ হন নাই। মোট সুস্থ ৪৯ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছে ৩৭ জন। বর্তমানে দেশে হোম কোয়ারেন্টাইনে আছে ৩৩ হাজার জন।
ব্রিফিংয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে বাংলাদেশের মানুষকে বিধি-নিষেধ মেনে চলার আহবান জানান।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে ধীরে ধীরে ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিধি-নিষেধ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা মেনে চলার বিশেষ প্রয়োজন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।