আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের প্রধান দুই মসজিদ তথা হারামাইন শরীফাইন আসন্ন রমজানে নামাজ আদায় ও উমরাপালনকারীদের খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে এবারও তারাবির নামাজ পড়া হবে ১০ রাকাত। এমন আরও কিছু নতুন পরিকল্পনা ঘোষণা করেছে হারামাইন কর্তৃপক্ষ।
আসন্ন রমজানের কর্মসূচি ও পরিকল্পনায় তারাবি, তাহাজ্জুদ, উমরা, ইফতার এবং ইতিকাফ বিষয়ে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রবিবার (২৮ মার্চ) হারামাইন প্রেসিডেন্ট ও মসজিদে হারামের প্রধান খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইস আসন্ন রমজান মাসের পরিকল্পনা প্রকাশ করেন।
মসজিদে হারাম ও মসজিদে নববীতে আগত নামাজীদের ভ্যাকসিন গ্রহণ, মাস্ক পরিধান, স্যানিটাইজিং ও সামাজিক দূরত্বের গুরুত্বের বিষয়ে জোর দেওয়াসহ নতুন পরিকল্পনায় এ বছরও ইতিকাফ স্থগিত থাকার কথা জানানো হয়।
আসন্ন রমজানে মসজিদে হারাম ও নববীতে তারাবির নামাজ হবে দশ রাকাত। রমজানের শেষ দশদিন তাহাজ্জুদের জামাতও হবে দশ রাকাত। বিতরের নামাজ অবশ্য তিন রাকাতই পড়া হবে।