বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মঙ্গলগ্রহ সম্বন্ধে প্রতিদিনই বিজ্ঞানীরা নতুন নতুন তথ্য হাতে পাচ্ছেন। মঙ্গলে ঘুরছে নাসার যান। যা নানা অজানা তথ্য, ছবি, শব্দ বিজ্ঞানীদের পাঠাচ্ছে। তা থেকেই সমৃদ্ধ হচ্ছে লাল গ্রহ সম্বন্ধে জ্ঞানভাণ্ডার।
পৃথিবীর মত মঙ্গলগ্রহেও প্রাণের অস্তিত্ব ছিল কিনা সে প্রশ্ন বহুদিনের। যার স্বপক্ষে বেশ কিছু তথ্য বিজ্ঞানীরা পেয়েছেনও। কিন্তু তা দিয়ে হলফ করে কিছু এখনও তাঁরা বলে উঠতে পারেননি। তাঁরা আরও শক্তপোক্ত প্রমাণ চাইছেন।
সেই প্রমাণের খোঁজ মঙ্গলে চলছেও। কিন্তু মঙ্গলে প্রাণ ছিল কিনা তার উত্তর এই পৃথিবীতেই লুকিয়ে আছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
অস্ট্রেলিয়ায় এমন এক পাথর পাওয়া গেছে যা স্তরে স্তরে তৈরি হয়েছে। সেখানেই লুকিয়ে আছে মঙ্গলে প্রাণ ছিল কিনা তার উত্তর বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
অস্ট্রেলিয়ার ওই স্তরে স্তরে তৈরি পাথরের বয়স মনে করা হচ্ছে ৩৫০ কোটি বছর। আর ওই পাথর তৈরি হয়েছে অণুবীক্ষণ যন্ত্রে দেখা যেতে পারে এমন জীবাণু দিয়ে।
এই জীবাণুই ওই পাথরগুলিতে তাদের যে আকার তা দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ফলে ৩৫০ কোটি বছর আগে পৃথিবীতে প্রাণের যেমন অস্তিত্ব ছিল, তেমন ঠিক ওই ধরনের পাথর মঙ্গলে থাকতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
যা প্রমাণ করে দেবে যে সেখানেও ওই অণুবীক্ষণ যন্ত্রে ধরা পড়তে পারে এমন জীবাণুর অস্তিত্ব ছিল। ফলে সেখানে প্রাণ ছিল। তবে এখনও বিষয়টি গবেষণার পর্যায়ে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।