Views: 77

ক্রিকেট (Cricket) খেলাধুলা

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে যুবাদের ক্যাম্প


স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সফর স্থগিত হতেই সদ্য শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তিন দলের এই ওয়ানডে টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই বিশ্রামে চলে গেছেন মুশফিকুর রহিম-তামিম ইকবালরা।

এই লড়াইয়ে যুক্ত থেকেছেন হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্রিকেটাররাও। ক্যাম্প বন্ধ রেখেই তারা লড়েছেন টুর্নামেন্টে।

এ অবস্থায় জাতীয় দলের ক্রিকেটাররা ছুটি পেলেও এইচপির ক্রিকেটাররা ফের অনুশীলনে ফিরছেন এইচপির ক্রিকেটাররা। মঙ্গলবার (২৭ অক্টোবর) আবারও শুরু আকবর আলীদের ক্যাম্প।


মিরপুর শেরেবাংলায় কোচ টবি র‌্যাডফোর্ড অধীনে চলবে অনুশীলন। তবে অবশ্যই এই পরিবর্তিত পরিস্থিতে দলটির ২৬ ক্রিকেটারের করোনা পরীক্ষার মুখোমুখি হতে হলো তাদের।

সোমবার (২৬ অক্টোবর) করোনা টেস্ট হয়েছে। এখানে নেগেটিভ ক্রিকেটাররাই থাকবেন ক্যাম্পে। তারা উঠছেন মিরপুরের একাডেমিতে। এবারের ক্যাম্প চলবে ১২ নভেম্বর অব্দি।

নিয়ম অনুযায়ী শুরুতেই ক্রিকেটারদের করা হবে ফিটনেস টেস্ট। এরপরই স্কিল ট্রেনিং। এইচপির দলটাও বেশ শক্তিশালী। যেখানে আছেন যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী। সঙ্গে তার দলের আরও ১২ ক্রিকেটার। সঙ্গে বয়সভিত্তিক দলেরও অনেকে রয়েছেন।

এমন কী জাতীয় দলে খেলা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও আছেন এইচপি দলে।

বিসিবি এইচপি দল:

ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়।

উইকেটকিপার: আকবর আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন।

স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি।

পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস, রেজাউর রহমান রাজা।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschoolআরও পড়ুন

ম্যারাডোনার নামে হচ্ছে স্টেডিয়াম

Saiful Islam

ম্যারাডোনাকে সমাহিতের স্থান ও তারিখ

Shamim Reza

সারা বিশ্বের কাছে যে নামটি ছিল ভালোবাসার

Shamim Reza

মুশফিকের ঢাকাকে উড়িয়ে দিল মিঠুনের চট্টগ্রাম

Shamim Reza

আর্জেন্টিনা ও বোকার জার্সিতে মোড়ানো ম্যারাডোনা

Shamim Reza

ম্যারাডোনার ময়নাতদন্তে যা জানা গেল

Shamim Reza