আন্তর্জাতিক ডেস্ক : ক্রমেই মঙ্গল গ্রহে জীবনের অস্তিত্ব জোরালো হচ্ছে। লাল গ্রহের কয়েকটি অঞ্চলে পানির চিহ্ন খুঁজে পেল ঝুরং নামে চীনের একটি রোভার রোবট। এক সময় মঙ্গলে যে পানির অস্তিত্ব ছিল, রোভার রোবটের রিপোর্ট সেই ধারণাকে আরও শক্তিশালী করল বলে মনে করছেন চীনা মহাকাশ বিজ্ঞানীরা।
২০২১ সালে চীনের রোবটিকে মঙ্গলে পাঠানো হয়। সম্প্রতি একটি রিপোর্ট পাঠিয়েছে ঝুরং। তাতে প্রথমবার লাল গ্রহে পানির অস্তিত্বের খবর দেওয়া হয়েছে। মঙ্গলের বিষুবরেখার দিকে এবং মেরু থেকে দূরে বালির মধ্যে এই পানির সন্ধান পাওয়া গেছে বলে রিপোর্টে উল্লেখ। মহাকাশ বিজ্ঞানীদের দীর্ঘ দিনের বিশ্বাস, পৃথিবীর মতো এক সময় লাল গ্রহেও জীবনের অস্তিত্ব ছিল। সময় যতই গড়িয়েছে, মহাকাশ বিজ্ঞানীদের মঙ্গল নিয়ে বিস্ময় ততই বৃদ্ধি পেতে থাকে।
চীনা রোভার পাঠানোর পর এতদিন পর্যন্ত মঙ্গলের যে সমস্ত ছবি মহাকাশ বিজ্ঞানীদের হাতে এসেছে, তা থেকে মহাকাশ বিজ্ঞানীদের ধারণা হয় যে একসময় মঙ্গলে পানি ছিল। কিন্তু বিকিরণের জন্য মঙ্গলের উপরিভাগে সেই জলের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। লাল গ্রহের মাটির নিচে পানির অস্তিত্ব থাকলেও থাকতে পারে, এমনই ধারনা হয় তাদের।
চীনা মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, রোভারটি তুষার বা বরফের আকারে পানি সনাক্ত করেনি। ক্রাস্ট সহ লবন সমৃদ্ধ টিলা পর্যবেক্ষণ করেছে। চীনা গবেষকরা জানিয়েছেন, টিলাটির পৃষ্ঠের স্তর হাইড্রেটেড সালফেট, হাইড্রেটেড সিলিকা, আয়রন অক্সাইড সমৃদ্ধ। এই টিলা পৃষ্ঠে তরল লবণাক্ত পানি থাকতে পারে বলে তাদের ধারণা।
প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসে মঙ্গলে পাঠানো ঝুরং নামে রোভার রোবটটির ছয়টি চাকা আছে। রয়েছে একটি সুরক্ষার ক্যাপসুল, প্যারাসুট এবং রকেট প্ল্যাটফর্ম। এর আগে মঙ্গলে মাটিতে রোবট অবতরণের নজির ছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার। দ্বিতীয় দেশ হিসেবে চীন সেই কৃতিত্বে ভাগ বসায়।
চলতি বছরের জানুয়ারি মাসে নাসার বিজ্ঞানীরা মঙ্গলে এক ধরনের বিশেষ পাথর, যার পোষাকি নাম ওপালের অস্তত্বি পাওয়া গেছে বলে দাবি করেন। মাটির নীচে থাকা পানির সঙ্গে সিলিকনের বিক্রিয়ায় তৈরি হয় ওপাল। পানি না থাকলে, কিছুতেই এই পাথর তৈরি হয়না বলে নিশ্চিত বিজ্ঞানীরা। ওপালের অস্তিত্ব, লাল গ্রহে পানির সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয়। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।