মঙ্গলে সূর্যোদয় ও সূর্যাস্তের ছবি ধারণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মঙ্গলের আকাশে সূর্যোদয় ও সূর্যাস্তের ছবি ধারণ করেছে নাসার বিজ্ঞানীরা।

গত ২৪ ও ২৫ এপ্রিল রোবটিক আর্ম ব্যবহার করে এ ছবিগুলো ধারণ করা হয়।

মঙ্গলে সূর্যের আকার খুবই ছোট দেখায় কারণ মঙ্গল থেকে সূর্যের দূরত্ব অনেক বেশি। পৃথিবীতে সূর্যের আকার দেখতে যেমন, তার চেয়েও দুই-তৃতীয়াংশ ছোট দেখায় মঙ্গলে। ১৯৭৬ সালের আগস্ট মাসে ভাইকিং-১ মঙ্গলে সূর্যাস্তের ছবি তোলে। এর পর ভাইকিং-২ ১৯৭৮ সালের জুনে সূর্যোদয়ের ছবি তোলে।

বিজ্ঞানী জাস্টিন মাকি বলেন, মঙ্গল অভিযাত্রীদের কাছে সূর্যোদয় এবং সূর্যাস্তের ছবি তোলা একটি ঐতিহ্যের মতো। আমরা আমাদের প্রধান বিষয়বস্তুর ছবি তোলার পর এই ছবিগুলো তুলি। সম্প্রতি বিজ্ঞানীরা মঙ্গলে ভূকম্পনও সনাক্ত করেছেন।

সূত্র : সিএনএন