বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মঙ্গলগ্রহ থেকে ভিডিও পাঠিয়েছে মহাকাশ যান পারসিভেরেন্স। সম্প্রতি সে ভিডিও প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত ১৮ ফেব্রুয়ারি নাসার নতুন রোভার পারসিভেরেন্সের ধারণ করা ওই ভিডিওতে রোভারটি কীভাবে মঙ্গলগ্রহে অবতরণ করেছে সে সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণের পর থেকেই সেখানকার ছবি পাঠাতে শুরু করে পারসিভেরেন্স। নতুন ভিডিও থেকে লাল গ্রহের দৃশ্য ও শব্দ সম্পর্ক আরও ভালো ধারণা পাওয়া যায়। মঙ্গলপৃষ্ঠের অবতরণের শেষ সাত মিনিটকে ‘শ্বাসরুদ্ধকর সাত মিনিট’ উল্লেখ করেছে নাসা।
পারসিভেরেন্সের গায়ে লাগানো ক্যামেরাগুলোতে প্রথমবারের মতো কোনও মহাকাশযানের মঙ্গল গ্রহে অবতরণের দৃশ্য ধারণ করা হয়েছে। রোভারটি মার্শিয়ান বায়ুমণ্ডলে প্রবেশের ২৩০ সেকেন্ড পরে ভিডিও শুরু হয়। রোভার থেকে একটি প্যারাসুট মার্শিয়ান পৃষ্ঠের সাত মাইল ওপর থেকে নিচে অবতরণ করে।