বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মঙ্গল গ্রহ মিশনের পরিকল্পনা সম্পর্কে তথ্য দিয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। রবিবার এক্সের (টুইটার) টেসলা ওনার্স সিলিকন ভ্যালি পেজ থেকে স্টারশিপ রকেট বিষয়ে ছবি পোস্ট করা হয়। পোস্টের রিপ্লাইয়ে মাস্ক জানান, ‘মঙ্গল গ্রহের পরিবেশ এমনভাবে গড়ে তোলা হবে, যেন পৃথিবী থেকে সহায়তা আসা বন্ধ হলেও টিকে থাকা যায়।’ এ পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে তা নির্ভর করছে স্টারশিপ রকেটের সক্ষমতার ওপর।
স্পেসএক্সের অন্যতম বড় রকেট স্টারশিপ (৪০০ ফুট লম্বা) মঙ্গলে নিয়মিত বিরতিতে যাত্রা করতে পারবে। একে প্লেনে করে অন্য দেশে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন মাস্ক। সাধারণ মানুষও এতে ভ্রমণ করতে পারবে। তিন থেকে চার বছরের মধ্যেই মঙ্গল গ্রহে পৌঁছে যেতে পারে স্টারশিপ রকেট।
মঙ্গল গ্রহে প্রথমবারের মতো মানুষ পাঠানো হতে পারে ২০২৯ সালে। সব মিলিয়ে ১০ লাখ মানুষকে মঙ্গলে পাঠাতে চান ইলন মাস্ক। কিভাবে এত মানুষকে পাঠানো হবে সেই পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গল গ্রহে বসতি স্থাপনে প্রধান সমস্যা হলো পরিবেশ।
প্রতিকূল পরিবেশ থেকে বাঁচতে মানুষকে গ্লাসের তৈরি গম্বুজের ভেতরে থাকতে হবে। এরপর মঙ্গল গ্রহের তাপমাত্রা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। লাল গ্রহটিকে বসবাসযোগ্য করে তুলতে দীর্ঘ সময় ও অর্থ ব্যয় হবে। উল্লেখ্য, মানবসভ্যতা টিকিয়ে রাখতে পৃথিবীর বাইরে বসতি স্থাপন করা জরুরি বলে মনে করেন মাস্ক। আগামী পাঁচ বছরের মধ্যে চাঁদেও বসতি স্থাপন করতে চান তিনি।
সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।