বিনোদন ডেস্ক : শ্রীলঙ্কার কলম্বোতে ২০২১ সালের সুন্দরী হিসেবে ‘মিসেস শ্রীলঙ্কান’ খেতাব জিতে নেন পুষ্পিকা ডি সিলভা। তার মাথায় পরিয়ে দেওয়া হয় মুকুট। কিন্তু তাৎক্ষণিক তার নামে বিবাহ বিচ্ছেদের অভিযোগ উঠলে মুকুট কেড়ে নেওয়া হয়।
মঞ্চেই ওই মুকুট খুলে পরিয়ে দেওয়া হয় প্রথম রানার আপকে। ২০১৯ সালের বিজয়ী কারোলিন জুরি অভিযোগটি করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। শুধু তাই নয়, তিনি নিজেই পুষ্পিকার মাথা থেকে মুকুট ছিনিয়ে নেন।
বিবিসি জানায়, রোববার (৪ এপ্রিল) এমন কাণ্ড ঘটার পর জানা যায়, পুষ্পিকার বিচ্ছেদ হয় নি, তবে তিনি স্বামীর সাথে থাকেন না। এরপর, মুকুট আবার ফিরে গেছে পুষ্পিকার কাছেই। মুকুট ফিরে পেলেও মানহানির জন্য আইনের আশ্রয় নেওয়ার কথা জানান পুষ্পিকা।