Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home মডেল মসজিদ নিয়ে নানা বিতর্ক, নামাজ আদায় করছেন না মুসল্লিরা
    Bangladesh breaking news বিভাগীয় সংবাদ রাজশাহী

    মডেল মসজিদ নিয়ে নানা বিতর্ক, নামাজ আদায় করছেন না মুসল্লিরা

    Tarek HasanSeptember 12, 20244 Mins Read

    জুমবাংলা ডেস্ক : বগুড়ার সারিয়াকান্দি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন জমিতে নির্মাণের অভিযোগ উঠেছে। মসজিদের নামে জমি না থাকায় এখনও ওয়াকফ হয়নি। জনবহুল এলাকায় মসজিদ নির্মাণ না করায় মুসল্লিরা নামাজ আদায়ে আসেন না। এ ছাড়া দেয়ালে ফাঁটলসহ ঠিকাদারের নিম্নমানের কাজের প্রমাণ মিলেছে। এলাকার মুসল্লিরা এসব সমস্যার সমাধানে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

    Advertisement

    খোঁজ নিয়ে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলা সদরে ১ দশমিক ৮১ একর জমিতে মডেল মসজিদটি নির্মাণ করা হয়। যে দাগের ওপর মসজিদটি নির্মাণ করা হয়েছে তা পীরপাল দেওয়ানের নামে জিম্মাদার হিসেবে সিএস রেকর্ড রয়েছে। সেই রেকর্ডে আব্বাদ আলী ফকির ও বামতুল্লাহ ফকিরকে দখলদার দেখিয়ে তাদের নামে জমির অংশ বণ্টন করা হয়েছে। পীরপাল দেওয়ানের কোন বংশধর না থাকলেও আব্বাদ আলী ফকির এবং বামতুল্লাহ ফকিরের বংশধর আছে। পীরপাল দেওয়ান এই সম্পত্তিতে প্রতিবছর ওরস আয়োজন করতেন। যার মাজার এখনও নির্মিত মডেল মসজিদের সামনে রয়েছে।

    পীরপাল দেওয়ানের মৃত্যুর পর আব্বাদ আলী ফকির ও বামতুল্লাহ ফকির ওরসের ধারাবাহিকতা বজায় রাখেন। পরে বিশালাকার ফাঁকা জায়গায় এলাকাবাসীর অনুরোধে ঈদের নামাজ আদায় শুরু করা হয়। পরে জায়গাটি ঈদগাহ মাঠ কমিটির দখলে চলে আসে।

    গত ২০১৮ সালে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান এখানে মডেল মসজিদের নির্মাণকাজ শুরু করেন। তফসিল সম্পত্তির স্বত্ব মালিকের পক্ষে পৌর এলাকার ধাপ গ্রামের সোলায়মান আলী গত ২০২১ সালের ১৩ জুন জমিটি অবৈধ দখল ও বিক্রি বন্ধে আইনি ব্যবস্থা নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেন।

    অভিযোগে উল্লেখ করা হয়, এ সম্পর্কিত দুটি মামলায় সোলায়মান আলীরা তাদের পক্ষে ডিক্রি পায়। ডিক্রি পাওয়ার সত্ত্বেও সাবেক এমপির হস্তক্ষেপে ঈদগাহ মাঠের পূর্ব পাশে গণকবর এবং ঈদগাহ মাঠের ভেতরে জোরপূর্বক মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনও সুরাহা তিনি পাননি। তাই মডেল মসজিদের নামে কোনও দলিল পত্রাদিও প্রস্তুত হয়নি। ফলে মডেল মসজিদটি এখনও ওয়াকফ হয়নি।

    এদিকে মডেল মসজিদটি জনবহুল বা প্রধান সড়কের পাশে নির্মাণ করা হয়নি। এ ছাড়া ঈদগাহ মাঠের পূর্ব পাশে এমপির ভেঙে দেওয়া যে মসজিদটি ছিল সেটি ছিল মোহাম্মাদি জামাত। কিন্তু মডেল মসজিদে চালু করা হয়েছে হানাফি জামাত। তাই আশপাশের মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন না। তারা এ মসজিদের পাশে ভিন্ন একটি মসজিদ নির্মাণ করেছেন। তাই মডেল মসজিদে বেশি মুসল্লি আসেন না।

    এদিকে মডেল মসজিদে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মসজিদের সাউন্ড বক্স, সিসিটিভি ক্যামেরা, জেনারেটর ও ফ্যানের রেগুলেটর নষ্ট। এ ছাড়া বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের সমস্যা এবং বাল্ব নষ্ট। ভারী বর্ষণে ছাদের পানি মসজিদের দ্বিতীয় তলায় প্রবেশ করে। মসজিদের বাইরে লোহার নকশায় মরিচা ধরেছে। তৃতীয় তলায় গোলচত্বরে কোনও ফ্যান নেই। ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গার ওপরে কোনও ফ্যান নেই। গিজারে বৈদ্যুতিক সংযোগ নেই, বাথরুমের ৭টি ফ্ল্যাশ নষ্ট এবং ৭টি বাথরুমে আলোর ব্যবস্থা নেই। একটি এসি নষ্ট এবং দুটি থেকে পানি পড়ে। দেয়ালের প্লাস্টারে লোনা ধরে খসে পড়ছে ও বেশ কিছু দেয়ালে ফাঁটল ধরেছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    স্থানীয় বাসিন্দা নান্টু মিয়া বলেন, ‘মডেল মসজিদটি ওয়াকফ হয়নি। মসজিদে মোহাম্মাদি জামাত করার কথা ছিল কিন্তু পরে তা করা হয়নি। তাই আমরা মডেল মসজিদে নামাজ পড়তে যাই না। ভিন্ন মসজিদ নির্মাণ করে সেখানে নামাজ পড়ি।’

    মসজিদের জায়গার মালিক দাবিদার আবুল কাসেম বলেন, ‘মসজিদের জায়গা নিয়ে মামলা হয়েছিল। মামলায় আমরা ডিক্রি পেয়েছি। পরে আপিল মামলার ডিক্রিও আমরাই পেয়েছি। তা সত্ত্বেও সাবেক সাংসদ জোরপূর্বক আমাদের জমিতে মডেল মসজিদ নির্মাণ করেছেন। মন্ত্রী বরাবর অভিযোগ দায়ের করেও আমরা কোনও সুরাহা পাইনি। বর্তমান সরকারের মাধ্যমে আমি আমার ন্যায্য অধিকার ফিরে পেতে চাই।’

    ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি বলেন, ‘জায়গাটি ঈদগাহ মাঠের। সে অনুযায়ী ঈদগাহ মাঠ কমিটি এটির দখলদার। তবে মডেল মসজিদের নামে এখনও জায়গাটির কোনও দলিল করা হয়নি এবং মসজিদটি এখনও হস্তান্তর করা হয়নি।’

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, ‘মসজিদের নিম্নমানের কাজের বিষয়ে ইতোমধ্যেই স্থানীয়দের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি সম্পর্কে অবহিত করা হবে। যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মডেল মসজিদটি ওয়াকফ এবং মসজিদটি হস্তান্তর করা হবে।’

    সূত্র : বাংলা ট্রিবিউন

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    bangladesh, breaking news আদায়, করছেন না নানা নামাজ নিয়ে, বিতর্ক বিভাগীয় মডেল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র মসজিদ মুসল্লিরা রাজশাহী সংবাদ
    Related Posts
    image-56156

    গাজীপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা

    June 30, 2025
    image-5615

    স্বাধীনতা ও গণতন্ত্রে শহীদ জিয়ার অবদান অনন্য: বাউবি উপাচার্য

    June 30, 2025
    image-561

    গাজীপুরে অনন্ত ক্যাজুয়াল অয়্যারের ৮১৫ শ্রমিক ছাঁটাই

    June 30, 2025
    সর্বশেষ খবর
    শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়

    শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায় আবিষ্কার করুন

    আত্মনির্ভরতা গড়ে তোলার

    আত্মনির্ভরতা গড়ে তোলার পথ: সফলতার চাবিকাঠি

    OnePlus 12

    OnePlus 12 বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ

    সোশ্যাল মিডিয়ার কুফল

    সোশ্যাল মিডিয়ার কুফল: আমাদের মানসিক স্বাস্থ্য কি ক্ষতিগ্রস্ত?

    ঝড়

    দেশের আট জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

    নতুন ওয়ার্ক ভিসা

    আগামী ২ বছরে প্রায় ৫ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করবে ইতালি

    নারীদের জন্য আত্মউন্নয়নের কৌশল

    নারীদের জন্য আত্মউন্নয়নের কৌশল: জীবন বদলের পথে

    কম খরচে ঘর সাজানোর টিপস

    কম খরচে ঘর সাজানোর টিপস: সৃজনশীল আইডিয়াস

    মুক্তিযোদ্ধা সনদ তলব

    সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীসহ ৭ মন্ত্রী ও ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব

    Samsung

    Samsung Galaxy S24 Ultra: দাম ও স্পেসিফিকেশন বিশ্লেষণ

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.