আন্তর্জাতিক ডেস্ক : দফায় দফায় ড্রোন হামলার পর এবার রকেট হামলা চালিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সন্দেহভাজন বিদ্রোহী গোষ্ঠী কুকি। সহিংসতার ঘটনায় আতঙ্ক বিরাজ করার পাশাপাশি এখন পর্যন্ত ৬ ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আজকের হামলায় একজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে: রকেট হামলার পর শনিবার থেকে রাজ্যের স্কুলগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে একটি বিদ্রোহী গোষ্ঠী রাজ্যের বিষ্ণুপুর জেলায় রকেট হামলা চালায়। এতে সেখানে দুটি স্থাপনা ধ্বংস হয়।
এদিকে মণিপুরের জিরিবাম জেলায় শনিবার সহিংসতা বেড়েছে এবং সংঘর্ষের পর পাঁচজন মারা গেছে।
বলা হয়েছে: মণিপুরের জিরিবাম জেলায় নিজ বাড়িতে এক বেসামরিক নাগরিককে ঘুমের মধ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া একই জেলায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি এবং সংঘর্ষের কারণে আরও চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
এর আগে, জিরিবাম জেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে একটি বিচ্ছিন্ন স্থানে একা বসবাসকারী এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে তাকে ঘুমের মধ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে হত্যার পর, জেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে পাহাড়ে সম্প্রদায়ের সশস্ত্র ব্যাক্তিদের মধ্যে ভারী গোলাগুলি শুরু হয়।
জাতিগত সংঘাতে দেড় বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত ভারতে মনিপুর রাজ্য। তবে দেশটিতে এর আগে কোন বিদ্রোহী গোষ্ঠীকে ড্রোন হামলা করতে দেখা যায়নি। রকেট হামলার ইতিহাস যদিও রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।