ফণীর ঝড়ের প্রভাবে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার চরাঞ্চলে অর্ধশতাধীক বসতবাড়ি, মসজিদ, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সকালে ফণীর প্রভাবে উপজেলার চরাঞ্চলের বোরচর, চরউমেদ, বাহরচর, চরওয়েস্টারে এই ক্ষতি হয়।
এর মধ্যে বোরচরে ৪০, বাহেরচরে ৩৩টি ও চরউমেদে ৩০টির মতো ঘর বিধ্বস্ত হয়েছে। বিভন্নস্থানে গাছপালা ওপরে পড়েছে। এ সময় আহত হয়েছেন ১০/১২ জন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মতলবে থেমে থেমে এখনো বৃষ্টি হচ্ছে।
আজ ভোর থেকে বিদ্যুৎ বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, বিষয়টি আমি নিশ্চিত হওয়ার পর সঙ্গে সঙ্গে সহযোগিতার ব্যবস্থা গ্রহন করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।