Advertisement
জুমবাংলা ডেস্ক: রাজধানীর মতিঝিলের আদমজী কোর্ট ভবনে আগুন লেগেছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২২ মার্চ) দুপুর একটা ৩৫ মিনিটে ভবনের সাততলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস বলছে, আগুনের মাত্রা কিছুটা কম দেখা গেলেও পুরো ভবন ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। মতিঝিল ব্যাংক এলাকায় আগুন লাগার কারণে মোট ১৩টি ইউনিট কাজ করছে। প্রথমে ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও ইউনিট বাড়ানো হয়। ভবনের ছাদে ফায়ার সার্ভিসের দুটি স্টিলের মই ব্যবহার করে পাইপ টেনে দমকল কর্মীরা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



