নিজস্ব প্রতিবেদক: নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ মতিঝিল থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মতিঝিল টি এন্ড টি কলোনী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বেলুন এবং পায়রা উড়িয়ে জাতীয় সংগীত গেয়ে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী।
সম্মেলনে ঢোলের বাজনা ও বাঁশির সুরের সাথে তাল মিলিয়ে কর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত মতিঝিল থানাধীন টি এন্ড টি কলোনী উচ্চ বিদ্যালয় মাঠ। স্লোগানের সাথে সাথে আনন্দ উল্লাস করতে করতে সম্মেলন প্রাঙ্গণে প্রবেশ করে হাজার হাজার নেতাকর্মী।
দীর্ঘদিন পর মতিঝিল থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠনকে ঘিরেই এই উদযাপন। পদপ্রত্যাশী নেতারা সম্মেলনকে ঘিরে মতিঝিলের বিভিন্ন এলাকাসহ সম্মেলনের স্থানে ফেস্টুন, ব্যানার, তোরণ ও হাজার হাজার বিলবোর্ড লাগিয়েছেন।
মতিঝিল থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক উপস্থিত থাকার কথা থাকলেও তিনি বিশেষ কারণে আসতে পারেননি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নুর তাপস সকল দ্বিধাদ্বন্ধ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি-জামাত সরকার গঠন করলে দেশে আবার জঙ্গিবাদ, খুন, গুম ও আগুন সন্ত্রাস বেড়ে যাবে।
সম্মেলনে ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুরসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।