আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালায় মদ ভেবে স্যানিটাইজার পানে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পালাক্কাদ জেলা হাসপাতালে রমণকুট্টি নামে ওই কয়েদির মৃত্যু হয়।
Advertisement
এনডিটিভির খবরে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী ছিলেন রমণকুট্টি। গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
কারাকর্তৃপক্ষের বক্তব্য, ধারণা করা হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে জেলখানায় উৎপাদিত স্যানিটাইজার পান করেছিলেন ওই কয়েদী। রাজ্য সরকারের নির্দেশে বর্তমানে কারাগারে স্যানিটাইজার উৎপাদনের কাজ চলছে।
এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর রমণকুট্টির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।