আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতির অবসানই হবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যন্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের সবচেয়ে বড় জবাব। খবর পার্সটুডে’র।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে ইরাকের আদালত যে নির্দেশ দিয়েছেন তারও প্রশংসা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে গতকাল (বুধবার) রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন জাওয়াদ জারিফ।
জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি ইরাক সরকারের প্রচেষ্টারও প্রশংসা করেন। জারিফ আশা করেন, জেনারেল সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেণ্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসের হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং নির্দেশ বাস্তবায়নকারীদের শাস্তি নিশ্চিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।