Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অজ্ঞাত সশস্ত্র যোদ্ধাদের হামলায় বুরুন্ডির তিন শান্তিরক্ষী নিহত হয়েছে। জাতিসংঘ শুক্রবার এ খবর জানিয়েছে।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে এ হামলায় বুরুন্ডির তিন শান্তিরক্ষী নিহত ও আরো দুইজন আহত হয়েছে।
রোববার অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে বড়ো বড়ো বিদ্রোহী গ্রুপগুলো তাদের ঘোষিত যুদ্ধবিরতি থেকে পিছু হটার একদিন পর এ হামলা চালানো হলো। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।