মনীশের ফ্লোরাল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন জাহ্নবী

জাহ্নবী

মনীশ মালহোত্রা, ভারত তথা বিশ্বের এমন একজন ফ্যাশন ডিজাইনার যার ডিজাইন করা শাড়ি বা পোশাকে একবার হলেও সেজে উঠেছেন নামিদামি ব্যক্তিত্বরা। বলিউড সেলিব্রিটিদের বিয়ের সাজ মানেই মনীশ মালহোত্রা। এবার জাহ্নবী কাপুরকে দেখা গেল মনীশ মালহোত্রার ডিজাইন করা শাড়িতে সেজে উঠতে।

জাহ্নবী

সম্প্রতি শ্রীদেবী কন্যার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি পরে রয়েছেন একটি গোলাপি রঙের শিফন শাড়ি।

শাড়ি এবং ব্লাউজে রয়েছে ফুলের সাজ। এই অনন্য শাড়িটি পরে নিঃসন্দেহে অভিনেত্রীকে দেখতে অনবদ্য লাগছিল।

তবে শুধু শাড়ির গুনগান করলেই হবে না, জাহ্নবীর মেকআপ ছিল চোখে পড়ার মতো। খোলা চুল এবং সাদা মুক্তার হারে সজ্জিত অভিনেত্রীকে দেখলে এক ঝলক শ্রীদেবীর কথা মনে পড়ে যাবে। অভিনেত্রীর এই ছবিগুলিতে সাধারণ মানুষের পাশাপাশি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্বয়ং মনীশ মালহোত্রা।

ক্যাটরিনার মতো বানানোর আশ্বাস দিয়ে নোরাকে বাজে প্রস্তাব

মনীশ মালহোত্রা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যখন আমি ষষ্ঠ শ্রেণীতে প্রথম ছবি আঁকা শুরু করি তখন থেকেই রঙের প্রতি একটি আলাদা আকর্ষণ তৈরি হয়। পড়াশোনায় ততটা ভালো ছিলাম না বলে বিজ্ঞানের খাতায় আঁকাই আমার পাস করার প্রধান হাতিয়ার হয়ে ওঠে। রঙ আমাকে সব সময় মুগ্ধ করেছে। জাহ্নবীকে খুব সুন্দর দেখতে লাগছে।’