
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নিজের বাসা থেকে যুক্ত হয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, আমরা ডা. মঈন উদ্দীনের পরিবারের পাশে আছি। প্রধানমন্ত্রী পাশে থাকার ঘোষণা দিয়েছেন। সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্যে ১০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, ডা. মঈন উদ্দীন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৫ এপ্রিল) ভোরে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে দুই শিশু সন্তান ও স্ত্রীকে রেখে গেছেন তিনি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোভিড-১৯ আক্রান্ত হন ডা. মইন। গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। অবস্থায় অবনতি ঘটলে ৭ এপ্রিল তাকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে পরিবারের সিদ্বান্ত অনুযায়ী তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সবশেষ ঢাকায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



