জুমবাংলা ডেস্ক: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিসহ এ বিভাগের ৬৩ জন আক্রান্ত হয়েছেন।
আজ সোমবার (৩১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম এ তথ্য জানিয়েছেন।
মাহমুদ ইবনে কাসেম বলেন, মন্ত্রিপরিষদ সচিব বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
গত বুধবার (২৬ জানুয়ারি) আমরা জানতে পারি তিনি করোনা পজিটিভ।
তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের ৬৩ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তবে দাপ্তরিক গুরুত্বপূর্ণ কাজ তিনি বাসায় থেকে ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করছেন বলে একটি সূত্র জানিয়েছে।
১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আনোয়ারুল ২০১৯ সালের ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পান তিনি।
চাকরির মেয়াদ শেষ হওয়ার পর ২০১৯ সালের ৯ ডিসেম্বর এক বছরের চুক্তিতে তাকে ওই পদে রেখে দেয় সরকার। পরে আরও দুই বছরের জন্য তার মেয়াদ বাড়ানো হয়।
তার স্ত্রী কামরুন নাহার ২০২০ সালে তথ্য সচিবের দায়িত্ব থেকে অবসরে যান।
এর আগে শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হন। এ কারণে আইসোলেশনে রয়েছেন শিক্ষামন্ত্রী।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, শিক্ষামন্ত্রীর স্বামীর (ড. তৌফিক নেওয়াজ) কোভিড উপসর্গ ছিল। টেস্ট করানোর পর শনিবার (২৯ জানুয়ারি) রাতে করোনা পজিটিভ আসে। তিনি এখন নার্সদের তত্ত্বাবধানে আছেন। স্বামীর করোনা শনাক্ত হওয়ার খবরে শনিবার রাত থেকে মন্ত্রী আইসোলেশনে আছেন।
টানা পাঁচদিন লেগুনার হেলপার সেজে ছিলেন এসআই, যেভাবে ধরলেন খুনি
এছাড়া গত ২০ জানুয়ারি করোনায় আক্রান্ত হন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তবে তার এ সংক্রান্ত কোনো উপসর্গ ছিল না। তিনি ঢাকায় সরকারি বাসভবনে আইসোলেশনেই ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।