আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মরক্কোর নাগরিকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে ফরাসি ভিসার দরজা। সম্প্রতি দুই দেশ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার মাত্র দুদিন পর শুক্রবার (১৬ ডিসেম্বর) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনা বিষয়টি জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবর, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনা জানিয়েছেন, শিগগিরই ফ্রান্স এবং মরক্কোর মধ্যে আবারও দূতাবাস সুবিধা চালু হবে। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকার পর মরক্কোর নাগরিকদের জন্য ফরাসি ভিসা আবারও দেয়া শুরু হবে।
ক্যাথারিন কলোনা মরক্কো সফরকালে দেশটির রাজধানী রাবাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো ফ্রান্স ও মরক্কোর মধ্যে মানুষের চালাচল উন্নত করা এবং আমাদের দুই দেশের মধ্যে আন্তঃসম্পর্ককে আরও গভীর ও উন্নত করা যা আমাদের সম্পর্ককে বিশেষ মাত্রায় নিয়ে যাবে।’
ফ্রান্স গত বছর জনগণের ব্যাপক চাপের মুখে অনিবন্ধিত অভিবাসীর সংখ্যা কমাতে আলজেরিয়া, মরক্কো এবং তিউনিসিয়া থেকে আগত অভিবাসীদের আর খুব বেশি ভিসা দেবে না। কারণ, এরই মধ্যে এসব দেশ থেকে আসা অভিবাসীর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে এবং দেশগুলো ফ্রান্সে থাকা অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নিতে অস্বীকার করেছে।
ফ্রান্সের ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইকোনমিক স্টাডিজের দেয়া তথ্যানুসারে, ফ্রান্সে বর্তমানে ৭ লাখ ৮০ হাজার মরক্কোর নাগরিক বসবাস করছেন। কিন্তু ভিসা জটিলতার কারণে তার নিজ দেশে আত্মীয়স্বজনদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারছেন না।
মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতা ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা আশা করি, ফ্রান্সের পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিকীকরণের এই উদ্যোগ সঠিক পথেই এগোবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।