জুমবাংলা ডেস্ক : নিম্নমানের মরিচের গুঁড়ার সঙ্গে কাপড়ের রং ও ভুষি মেশানোর দায়ে চাক্তাইয়ের হারুন মসলা ক্রাশিং মিলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান এ অভিযানে নেতৃত্ব দেন। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
একই অভিযানে তুলাতলি সড়কের জামাই বাজারের ফ্রীজিয়ান ফুডসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারা খাদ্যপণ্যে হাইড্রোজ ও কাপড়ের রং ব্যবহার করছিল। পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। সতর্ক করা হয় চাক্তাইয়ের গাব মার্কা সেমাই কারখানাকে।
অভিযানে অংশ নেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী প্রমুখ। ছিল সিএমপির একটি টিমও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।