জুমবাংলা ডেস্ক : আগামী বর্ষা মৌসুমে আবারও মশার উপদ্রব ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যেন এখনই আগাম প্রস্তুতি নেয় সেজন্য বর্তমান মেয়র সাঈদ খোকনকে তাগাদা দিয়েছেন নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস।
গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী তাপস।
তবে দায়িত্ব পেতে তাকে মধ্য মে পর্যন্ত অপেক্ষায় থাকতে থাকতে হবে। সে পর্যন্ত বর্তমান মেয়র সাঈদ খোকন দায়িত্ব পালন করবেন।
গত বছর বর্ষ মৌসুমের শুরুতেই ঢাকায় মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। কয়েক মাসের মধ্যে লক্ষাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন, সরকারি হিসাবেই প্রাণ হারান দেড় শতাধিক মানুষ।
সে সময় মশা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় ঢাকার দুই মেয়রকে।
ঢাকার বাসিন্দাদের মৌলিক নাগরিক সেবা নিশ্চিতের অঙ্গীকার করে মেয়র নির্বাচিত হওয়া তাপস তাই আগেভাগেই মশা দমনের প্রস্তুতি চাইছেন।
গেল বর্ষায় ঢাকায় ব্যাপকভাবে ডেঙ্গু দেখা দিলে এই রোগের জীবাণুবাহী এইডিস ইজিপ্টি মশা নিধনে ওষুধ ছিটাতে নামেন মেয়র সাঈদ খোকনও
রবিবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নিজের সেই সতর্ক অবস্থানের জানান দিলেন তিনি।ফজলে নূর তাপস বলেন, “জুন-জুলাইয়ে মশার উপদ্রব বেড়ে যায়। আমার দায়িত্ব নিতে যেহেতু একটু দেরি হচ্ছে, এখন যিনি আছেন, আমি উনাকে অনুরোধ করব নগরবাসীর ভোগান্তি যেন না হয় সেদিকে খেয়াল রেখে মশক নিধনের পর্যাপ্ত প্রস্তুতি রাখার জন্য।”
মেয়রের দায়িত্ব নেওয়ার পর উন্নত ও আধুনিক ঢাকা গড়তে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর পূর্ণ বাস্তবায়নে কাজ শুরু করবেন বলে জানান তাপস।
নির্বাচনে ভোটার উপস্থিতি আরও বেশি হবে বলে আশা করেছিলেন জানিয়ে তিনি বলেন, “তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ায় আমি সন্তষ্ট। উপস্থিতি কম হলেও সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।