জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গোপন বৈঠকের সময় মসজিদ থেকে ইউনিয়ন আমির ও সেক্রেটারিসহ জামায়াতের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার ভেদামারী গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রয়েছে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভেদামারী গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের ভেতর জামায়াতের কিছু নেতাকর্মী নাশকতা সৃষ্টির জন্য গোপনে বৈঠক করছেন বলে গোপনে খবর পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে মসজিদের ভেতর থেকে ৬ জনকে আটক করা হয়। পরে তাদের আলমডাঙ্গা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযোগের প্রমাণ না পেয়ে মসজিদের মোয়াজ্জিন ভেদামারী গ্রামের বৃদ্ধ মহি উদ্দীন মোল্লা ও একই গ্রামের শহিদুল ইসলামকে ছেড়ে দেয়া হয়।
এ ছাড়া অভিযোগের ভিত্তিতে জোড়গাছা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে নাগদাহ ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের, জাহাপুর গ্রামের মৃত ভাগ্যিমান মণ্ডলের ছেলে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি দুধ মল্লিক, ভেদামারী গ্রামের তোফাজ্জেল মুন্সির ছেলে জামায়াতকর্মী রেন্টু মুন্সি ও একই গ্রামের মৃত মোফাজ্জেল মুন্সির ছেলে ফাউজুল মুন্সিকে গ্রেফতার করা হয়।
আলমডাঙ্গা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তাদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সূত্র : যুগান্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


