আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর কাছে সবচেয়ে বড় শপিং মলে অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে জরুরি পরিষেবাগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভবনের কাঠামোর কিছু অংশ ধসে পড়েছে। এর ফলে অগ্নিনির্বাপকদের অগ্নিনির্বাপন প্রচেষ্টা জটিল হয়ে পড়ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার রাজধানীর কাছে খিমকির মেগা শপিং সেন্টারে প্রায় সাত হাজার বর্গ মিটারএলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে একজনের মৃত্যু হয়েছে।
মস্কো অঞ্চলের জরুরি পরিষেবা সংস্থার প্রধান জানিয়েছেন, ভবনের মেরামত কাজের সময় নিরাপত্তা বিধি লঙ্ঘনের ফলে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।