মহাকাশে আটকে থাকা মহাকাশচারীরা পৃথিবীতে ফিরবেন আগামী বছর

নাসার দুই মহাকাশচারী

আন্তর্জাতিক ডেস্ক : দুই মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে থাকা নাসার দুই মহাকাশচারী আগামী বছর ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে দিরে আসবেন বলে জানিয়েছে স্পেসএক্স।

নাসার দুই মহাকাশচারী

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নাসা জানিয়েছে, বোয়িং স্টারলাইনার মহাকাশযানে মিশনে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর যান। কিন্তু মহাকাশচারীদের ছাড়াই বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসছে। গত ৫ জুন ৮ দিনের এক মিশনে মহাকাশে তাদের যাত্রা শুরু হলেও এখন তারা প্রায় ৮ মাস কক্ষপথে কাটাবে।

নাসা থেকে আরও জানানো হয়েছে, দুই মহাকাশচারী ব্যারি উইলমোর ও সুনীতা উইলিয়ামসকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রেখেই আপাতত মহাকাশযানটি ফিরিয়ে আনা হবে।

মহাকাশযানটিতে যান্ত্রিক ত্রুটি। হিলিয়াম লিক করতে শুরু করেছে সেটির। ফলে এমন অবস্থায় সেই যানে চেপে পৃথিবীতে ফেরার চেষ্টা বিপজ্জনক হয়ে উঠতে পারে। কোনওরকম ঝুঁকি নিতে নারাজ নাসা। আগামী বছর ইলন মাস্কের নিজস্ব মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে করে তাদের ফিরিয়ে আনা হবে।

বন্যার্তদের জন্য ১ কোটি ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে রূপালী ব্যাংক

তবে মার্কিন মিলিটারি স্পেস সিস্টেমস-এর সাবেক কম্যান্ডার রুডি রিডল্ফি বলেন, পৃথিবীর বায়ুমণ্ডলে ধাক্কা খেয়ে জ্বলে যেতে পারে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি। খাড়া অবস্থায় মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে গেলে, তার বর্মটি নষ্ট হয়ে গিয়ে বিপর্যয় নেমে আসতে পারে। সেই সঙ্গে কার্যত বাষ্পীভূত হয়ে উড়ে যেতে পারেন মহাকাশচারীরা। ফলে মনে করা হচ্ছে, এই ঝুঁকির কারণেই আপাতত মহাকাশচারীদের ছাড়াই পৃথিবীতে ফেরানো হচ্ছে ত্রুটিপূর্ণ মহাকাশযানটিকে।