মহাকাশ সম্পর্কে মানুষের জানার আগ্রহ বরাবরই অনেক বেশী। মহাকাশে মহাকাশচারীরা কী করতে পারেন, তার সেখান কীভাবে থাকেন, কী কী করতে পারনে এসব নিয়ে মানুষের অনেক প্রশ্ন। এমন আরও অনেক প্রশ্ন সাধারণ মানুষের মনে ঘুরপাক খায়। তেমনই একটি উদ্ভট প্রশ্ন ছিল, ‘মহাকাশে কি যৌ নতা সম্ভব?’ বিজ্ঞানীরা এই সাধারণ প্রশ্নের উত্তর দিয়েছেন ।
ফ্রান্সের লেখক তথা বিজ্ঞানী Pierre Kohler। ‘The Final Mission: Mir, the Human Adventure’ বইতে মহাকাশে যৌ ন মিলনের বিষয়ে মুখ খুলেছেন তিনি। Pierre Kohler দাবি, মহাকাশে যৌ নতা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (ISS) যৌ নতায় লিপ্ত হওয়া যায় কি না, তা নিয়ে বহু গবেষণাও চলছে। এমনকী নাসা-ও (NASA) নাকি এই বিষয়ে একটি গোপন পরীক্ষা চালাচ্ছে। যার কোড নাম STS-XX। মাধ্যাকর্ষণ শক্তি শূন্য এমন স্থালে যৌ নতা সম্ভব কি না, তা নিয়ে গবেষণা চলছে।
Kohler জানান, মাধ্যাকর্ষণ শক্তি শূন্য থাকা কোনও স্থানে কোন পজিশনে যৌ নতা সম্ভব তা নিয়েও নাকি গবেষণা করছেন বিজ্ঞানীরা। এরজন্য প্রযুক্তিরও সাহায্য নিচ্ছেন তাঁরা।
যদিও Pierre Kohler-এর দাবি উড়িয়ে দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। এমনকী তাঁর দাবি উড়িয়েছে রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থাও।
Biomedical Problems Institute-এর ডেপুটি হেড Valery Bogomolov জানান, মহাকাশে যৌ ন মিলন অত্যন্ত ঝক্কির বিষয়। বিশেষ করে পুরুষদের জন্য এটা ঝামেলার। কারণ মাধ্যাকর্ষণ শক্তি শূন্য থাকায় সেখানে লিঙ্গোত্থানে অসুবিধা হয়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.