মহাকাশ থেকে পৃথিবীর যেসব জায়গা দেখা যায়

মহাকাশ থেকে পৃথিবীর যেসব জায়গা দেখা যায়

জুমবাংলা ডেস্ক: আমাদের এই বিশাল পৃথিবী মহাবিশ্বের নিরিখে কেবল একটি বিন্দুর মতো। মহাকাশের সীমানাকে বলা হয় কারম্যান লাইন। সেই কারম্যান লাইন পৃথিবী থেকে প্রায় ১০০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত। সেই উচ্চতা থেকে স্পষ্ট দেখা যায় পৃথিবীর বেশ কিছু স্থানকে। ওই স্থান থেকে স্বপ্নের মতো মনে হয় পৃথিবীর বিশেষ সেই সব স্থানের ছবি।

মহাকাশ থেকে পৃথিবীর যেসব জায়গা দেখা যায়

মহাকাশ থেকে দর্শনীয় পৃথিবীর সেইসব স্থানের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটা বিশেষ এলাকা, রয়েছে আমেরিকার পশ্চিমাঞ্চল ও চিনের বিশেষ বিশেষ স্থান। এছাড়া কিছু হাইওয়ে রয়েছে। রয়েছে পর্বতমালা, বাঁধ বা ড্যাম, দ্বীপ। তবে চীনের প্রাচীর দেখা যায় কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।

নাসা জানিয়েছে, পৃথিবীতে অন্তত ১১টি এমন স্থান রয়েছে, যা দেখা যায় মহাকাশ থেকে। মহাকাশ স্টেশন থেকে তোলা ছবিতেও ধরা পড়ে এই স্থানগুলো। সেই জায়গাগুলোর কয়েকটি সম্পর্কে জানবো আজ-

মিশরের গ্রেট পিরামিড অব গিজা
মহাকাশ থেকে দর্শনীয় অবিশ্বাস্য স্থানগুলোর মধ্যে একটি হল মিশরের গ্রেট পিরামিড অব গিজা। মিশরের এই পিরামিডগুলো প্রায় সাড়ে চার হাজার বছর আগে তৈরি করা হয়েছিল। ২০০১ সালে প্রথম নাসার বিজ্ঞানীরা এই পিরামিডগুলোর ছবি তুলেছিলেন। মোট তিনটি পিরামিড দেখা যায়। তার মধ্যে ফারাও খুফুর গ্রেট পিরামিডটি সবচেয়ে চিত্তাকর্ষক। তা ২৫০০ খ্রিস্টপূর্বে নির্মিত হয়েছিল।

গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ৪৪৬ কিলোমিটার দীর্ঘ গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক মহাকাশ থেকে মহাকাশচারীরা একমাত্র একসঙ্গে দেখতে পান। এটি এতটাই বড় যে মহাকাশ থেকে তা দেখায় একটি ঘূর্ণায়মান নদীর মতো। এটি বিশ্বের সাতটি আশ্চর্যের একটি এবং এটি বিলিয়ন বছরের পুরোনো। প্রতিবছর লাখ লাখ দর্শনার্থীদের আকর্ষণ করে এই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক।

টেমস নদী, ইংল্যান্ড
টেমস দক্ষিণ ইংল্যান্ডের প্রধান নদী। এটি আমাদের বিশ্বে যেমন বিখ্যাত, তেমনই নাকি এই নদী দেখতে পাওয়া যায় মহাবিশ্ব থেকে। অন্তত কিছু নভোচারী বিশ্বাস করেন যে তারা যখন মহাকাশ থেকে লন্ডনের দিকে তাকাচ্ছিলেন, তখন তারা টেমস নদী দেখতে পেয়েছেন।

ভারতের হিমালয় পর্বতমালা
মহাকাশ থেকে সম্পূর্ণ দেখা যায় ভারতের উত্তরাংশের সুবিস্তৃত হিমালয় পর্বতমালা। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট-সহ এই হিমালয় ১১০টি পর্বত দ্বারা গঠিত। তাই হিমালয় যে মহাকাশ থেকে দেখা যাবে তা স্বাভাবিকই। পৃথিবী বিখ্যাত এই পর্বতশ্রেণি ভারত, পাকিস্তান থেকে শুরু করে চীন, ভুটান ও নেপাল পর্যন্ত বিস্তৃত। হিমালয়ের তুষারময় চূড়াগুলো মহাকাশ থেকে অতীব সুন্দর দেখায়।

অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ
অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফও বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে একটি। আর এটিও নাকি মহাকাশ থেকেও দেখা সম্ভব। বিশাল এই প্রাচীরটি ২৬০০ কিলোমিটার এলাকা জুড়ে ৯০০টি দ্বীপ এবং ২৫০০টি পাথর নিয়ে বিস্তৃত।

আমাজন নদী
আমাজন নদী হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। মিশরের নীল নদের পরেই এর স্থান। অনেকে আবার আমাজন নদীকেই দীর্ঘতম আখ্যা দেয়। দক্ষিণ আমেরিকার ৯টি দেশের মধ্যে দিয়ে ৬৪০০ কিলোমিটার বিস্তৃত। মহাকাশ থেকে স্যাটেলাইট চিত্রে এই আমাজনকে দেখা যায় নীল ও সবুজের মধ্যে বালি রঙের সাপের মতো।

দুবাইয়ের পাম দ্বীপ
পাম জুমেইরাহ দ্বীপ বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ। তালগাছের আদলে তৈরি এই দ্বীপই আজ দুবাইয়ের অন্যতম পরিচয় হয়ে উঠেছে। ২০০১ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। দুবাইতে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রকৌশল প্রকল্পটি নাকি মহাকাশ থেকে স্পষ্টভাবে দেখা যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের কেনেকট কপার মাইন
কেনেকট কপার মাইন বিশ্বের বৃহত্তম ওপেন পিট খনিগুলির মধ্যে একটি। এটি এত বড় যে মহাকাশ থেকেও দেখা যায়। চার কিলোমিটারের বেশি চওড়া এবং ১.২ কিলোমিটারের থেকেও উঁচু। একে অপরের স্তূপীকৃত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের থেকেও লম্বা। এখানে ১০০ বছরেরও বেশি সময় ধরে তামা উৎপাদন করা হচ্ছে। ২০৩০ সাল পর্যন্ত এই কপার মাইনে কাজ চলবে।

পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গায় মানুষ যেভাবে বসবাস করে