ধর্ম ডেস্ক : পরকালে সফল হতে মহান আল্লাহর হুকুম যেমন মেনে চলা জরুরি তেমনি রাসুল (সা.) এর আদর্শ ও তাঁর দেখানো পথ অনুসরণও জরুরি। পবিত্র কুরআনে খোদ মহান রব ঘোষণা দিয়েছেন, ‘হে নবী আপনি তাদের বলে দিন- যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু’ (সুরা আল-ইমরান, আয়াত: ৩১)।
বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে রাসুল (সা.) যেমন উম্মতদের নানা বিষয়ে আদেশ-নিষেধের কথা জানিয়েছেন, তেমনি বাতলে দিয়েছেন মহান রবের সন্তুষ্টি অর্জনের পথও। এর মধ্যে একটি হাদিসে মহান রবের কাছে অপছন্দনীয় তিনটি আমলের কথা উঠে এসেছে।
মুগীরা ইবনু শু’বা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করেন, তিনি (রাসুল সা.) বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ তা’য়ালা তোমাদের ওপর হারাম করেছেন মায়ের অবাধ্য হওয়া, কন্যা সন্তান জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা ও অন্যের হক আদায় না করা এবং না-হক (হক নেই) কোনো বস্তু প্রার্থনা করা।
আর তিনটি বিষয় তিনি তোমাদের জন্য অপছন্দ করেন। সেগুলো হলো- অনর্থক কথাবার্তা বলা, অধিক প্রশ্ন করা এবং সম্পদ বিনষ্ট করা। (সহিহ মুসলিম, হাদিস: ৪৩৩৪)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।